রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের সতর্কতা
রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে রাতের মধ্যে ঘূর্ণিঝড় ও ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার হিসাব অনুযায়ী, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী,