পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের পুত্র উৎসব মন্ডল এবং তার বন্ধু সাজ্জাদ শেখ অপহরণের শিকার হয়েছিলেন। ঘটনার পর ২ মে, শুক্রবার রাতের অভিযানে থানা পুলিশ অপহরণ মামলার প্রধান আসামী মো. নাঈম শেখকে গ্রেফতার করেছে। নাঈম শেখ শ্রীরামকাঠি ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে এবং পিরোজপুরের শ্রীরামকাঠি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
অপহরণের ঘটনাটি ঘটে ১২ মার্চ, যখন সাংবাদিক উথান মন্ডলের ছেলে উৎসব মন্ডল এবং তার বন্ধু সাজ্জাদ হোসেন রাত ৮টার দিকে মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিলেন। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায় এবং পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে আটকিয়ে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ পরিশোধের পরই তাদের মুক্তি মিলেছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈম শেখের নেতৃত্বে আরো দুইজন ছাত্রকে অপহরণ করা হয় এবং তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় অপহরণ মামলার মামলা দায়ের করা হয়। মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী নাঈম শেখকে গ্রেফতার করার পর পুলিশ অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, নাঈম শেখকে পিরোজপুর বিজ্ঞ জেলা আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে। এই ঘটনা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তবে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।
এ ঘটনার পর সাংবাদিক উথান মন্ডল পরিবারে কিছুটা শান্তি ফিরে পেয়েছে, কিন্তু অপহরণের শিকার দুই তরুণের মনোবল ভেঙে গেছে। সমাজে এমন ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে।