ঝালকাঠির নলছিটি উপজেলায় ভুট্টা ক্ষেতের ভেতর গাঁজা চাষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাঁজার ১৪টি গাছও জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নলছিটির ফুলহরি গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে তারা ভুট্টা ক্ষেত তল্লাশি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্ষেত থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আটককৃত দুই যুবকের নাম মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯)। তারা উভয়েই ফুলহরি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তারা বসতবাড়ির পাশের ভুট্টা ক্ষেতেই গাঁজা চাষ করছিল।
ঝালকাঠি ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বলেন, "অসৎ উদ্দেশ্যে তারা গাঁজার চাষ করেছিল। আমরা গাছগুলো জব্দ করেছি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।"
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানান, গাঁজার চাষ সম্পর্কে তাদের ধারণা ছিল না। তবে পুলিশের অভিযানের পর বিষয়টি জানতে পেরে তারা আশ্চর্য হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। মামলার তদন্তও প্রাথমিকভাবে শুরু হয়েছে।