প্রকাশ: ২ মে ২০২৫, ১৮:৮
বাংলাদেশ কোস্ট গার্ড বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে। শুক্রবার (২ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।