প্রকাশ: ২ মে ২০২৫, ১৮:৩১
গাজীপুরের শ্রীপুর এলাকায় পুলিশের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে ৯৮ লাখ টাকা লুটের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ মে) বিকালে জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা, দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি পিকআপ ভ্যান, যেটি তারা লুটপাটের কাজে ব্যবহার করেছিল।