খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে চালককে মারধরের প্রতিবাদে যান চলাচল বন্ধ করে দিয়েছেন চালক-মালিক ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে এই হঠাৎ কর্মসূচির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাঘাইছড়ি-দিঘীনালা সড়কের ১১ কিলো নামক এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে একটি জিপ গাড়ি থামিয়ে হামলা চালায় ইউপিডিএফের কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা। গাড়ির যাত্রীদের নামিয়ে দিয়ে তারা গাড়ির চাবি ছিনিয়ে নেন এবং গাড়িতে ভাঙচুর চালান।
এসময় গাড়ির চালক মো. জিন্নাত আলীকে মারধর করে মারাত্মকভাবে আহত করেন তারা। তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয়া হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
চালক জিন্নাত আলী বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে। তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দিঘীনালা ও মারিশ্যা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন চালক-মালিক সমিতি এবং স্থানীয় জনগণ।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু বিচার এবং ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
দিঘীনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি, ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।