প্রকাশ: ২ মে ২০২৫, ২২:৯
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের কাছে যে বিপুল অঙ্কের বকেয়া ছিল, তা ধীরে ধীরে পরিশোধে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া এই আর্থিক বোঝা সামাল দিতে এখন প্রতি মাসে বিলের পাশাপাশি পুরোনো বকেয়াও মেটানো হচ্ছে। শুক্রবার আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।