রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মো. হেলাল মাহমুদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে মহাসড়কে খোলা ট্রাকে বালু ও মাটি পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একইসঙ্গে উপজেলার পুকুর বা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে মাটি ও বালু উত্তোলন ও বিক্রির প্রবণতা নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
এছাড়াও সভায় বাল্য বিবাহ রোধ, মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওসি মো. রাকিবুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনরায় তুলে ধরেন এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় শুধু প্রশাসনের পক্ষে নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সবার সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ গোয়ালন্দ গড়ে তোলা সম্ভব হবে।