নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানাকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) দুপুরে চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন এবং ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান।
অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে রিপন প্যাকেজিং কারখানার মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে ৬ লাখ টাকা এবং বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি কাঁচামাল জব্দ করা হয়, আর বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে জব্দ করা হয় ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল।
অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু এবং পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ পলিথিন ব্যবহার। সরকার পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও বিভিন্ন স্থানে গোপনে এই শিল্প চালানো হচ্ছে। এ ধরনের কার্যক্রম দমনে নিয়মিত অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন শুধু মাটি ও পরিবেশ নয়, খাদ্যশস্য, পশুপাখি ও মানুষের স্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি। তাই এ ধরনের অভিযানে জনসচেতনতার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থান প্রতিফলিত হয়েছে।