প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২০:৩৭
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকরা নিয়মিতকরণ, কর্মঘন্টা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি সহ অন্যান্য দাবী নিয়ে সরাসরি প্রশাসনের প্রতি তাদের চাহিদা তুলে ধরেন।