প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:৩০
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় দুই বাংলাদেশি কৃষককে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় দেখা যায়, ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই একদল উচ্ছৃঙ্খল জনতা ওই দুই কৃষকের ওপর নির্দয়ভাবে হামলা চালায়। পরবর্তীতে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।