প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:১৮
কুমিল্লার দেবীদ্বারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ ৩৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এসইডিপি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের অধীনে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এবং সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মো. মাইনউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম এবং দুয়ারিয়া এজি মডেল একাডেমির অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে বক্তব্য রাখে এসএসসি উত্তীর্ণ ফাহিমা আক্তার ও এইচএসসি উত্তীর্ণ সবুজ হোসেন।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র এবং আর্থিক সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে এসএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানের বক্তারা শিক্ষার্থীদের আগামীর নেতৃত্বে অবদান রাখার আহ্বান জানান এবং অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের কৃতিত্ব ভবিষ্যত শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মত দেন বক্তারা।
এই সম্মাননা অনুষ্ঠান দেবীদ্বার উপজেলার শিক্ষা অঙ্গনে এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় শিক্ষাবিদ ও অংশগ্রহণকারীরা।