প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:১৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে শিক্ষার মান উন্নয়নে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সমাবেশে অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্ব পালন করতে হবে। অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।
তিনি আরও বলেন, অভিভাবকরা যদি নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানদের খোঁজখবর নেন, তাহলে তারা লেখাপড়ায় আগ্রহী হবে এবং ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক শিক্ষার্থীর ওপর আলাদা করে দৃষ্টি দিতে হবে। কোনো শিক্ষার্থী যদি কোনো বিষয়ে দুর্বল হয়, তাহলে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে তাকে সাহায্য করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। তাঁরা বলেন, অভিভাবক-শিক্ষক মিলেই একটি ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য ধারাবাহিকভাবে এমন সমাবেশ দরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।
সমাবেশে আরও সিদ্ধান্ত হয়, বিদ্যালয়ে টিফিনের আগে ও পরে দুইবার করে উপস্থিতি নেয়া হবে, যাতে শিক্ষার্থীরা টিফিনের পর বিদ্যালয় ছেড়ে না যায়। শিক্ষকদের নজরদারি আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল রেকেট, ফুটবল, ভলিবল ও দাবা খেলার সামগ্রী। শিক্ষার্থীরা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে।
এই অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।