প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:৪১
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন এবং জামিনের আবেদন করেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।