প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ২:৭
বরিশালের হিজলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ প্রায় ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বরিশাল-৪ আসনের (হিজলা-মেহেন্দিগঞ্জ) সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
আজ শনিবার বিকেলে হিজলা বেড়ি বাধে আশ্রয় নেয়া ভাঙন কবলিত পরিবারগুলোর মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার উপকরণ হিসেবে হিসেবে প্রতিটি পরিবারে ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা বুট, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিড়া, আধা লিটার তেল, আধাকেজি চিনি এবং আধাকেজি খেজুর বিতরন করা হয়।
এমপি পঙ্কজ দেবণাথ বলেন, ‘নদীবেষ্টিত হিজলায় প্রতি বছরই নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে এখানকার মানুষেরা। এদের মধ্যে দরিদ্রের সংখ্যাই বেশি। ভিটে-মাটি, ফসলি জমি হারিয়ে তারা আজ নিঃস্ব। আমার সামর্থ অনুযায়ী সব সময়ই আমার এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। সহযোগিতার চেষ্টা করি।
তিনি বলেন, ঘটা করে ইফতারের আয়োজন না করে আমরা ভাঙন কবলিত পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালী, ইউএনও তারেক হাওলাদার, ভাইস চেয়ারম্যান নাজমা বেগমসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।