কুমিল্লার দেবীদ্বারে বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ৪০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বকরি ছাগল উপহার দিয়েছে জামায়াতে ইসলামী।
রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার বিতরণ করা হয়। উপজেলার তিনটি বন্যাদুর্গত ইউনিয়ন—ফতেহাবাদ, সুবিল ও জাফরগঞ্জ থেকে আগত উপকারভোগীদের মাঝে এসব ছাগল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৪ আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
সাইফুল ইসলাম শহীদ বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য। আমরা চাই দেবীদ্বারকে একটি টেকসই ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে। এই পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করছি বন্যা কবলিত অসহায় মানুষদের স্বাবলম্বী করতে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলাম সরকার, জাফরগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান জাফরী, ফতেহাবাদ ইউনিয়নের আমীর মাওলানা মোহাম্মদ হোসাইন এবং সুবিল ইউনিয়নের আমীর মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
উপকারভোগীরা জানান, ছাগল পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। তাঁরা আশা করেন, এই ছাগল পালন করে তারা অচিরেই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
এই উদ্যোগকে এলাকাবাসী ইতিবাচক হিসেবে দেখছে এবং ভবিষ্যতে এমন আরও কার্যক্রমের প্রত্যাশা করছে।