প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪০
লালমনিরহাটের হাতীবান্ধায় আইডিয়াল ক্যাডেট স্কুল ক্যাম্পাসের ১ নং ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি। বুধবার সকালে হাতীবান্ধা থানা সংলগ্ন আইডিয়াল ক্যাডেট স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিহাট এক আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
এ সময় তিনি বলেন,আগামী ১০ মাস পর জাতীয় নির্বাচন ওই নির্বাচনে শেখ হাসিনার পাশে থেকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম, উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আমজাদ হোসেন তাজু, সিন্দুর্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, ছেফাতিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, ও উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইসা খাঁন প্রমুখ,আইডিয়াল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম তমাল ও গোলজার আলম খান প্রমুখ।