প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:২১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের। নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ সিদ্ধান্ত কার্যকর করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করার প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশে হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।
নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
যাদের এনআইডি লক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুটি এবং বোন শেখ রেহানা।
এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, তার দুই বোন আজমিনা সিদ্দিক ও বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিকের নামও রয়েছে তালিকায়।
এনআইডি লক করার বিষয়টি সরকারি কোনো নথিপত্রে এখনো প্রকাশ্যে আনতে দেখা যায়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা নাকি প্রশাসনিক পদক্ষেপ, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।
এ ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তবে নির্বাচন কমিশন বা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।