নওগাঁর ধামইরহাট উপজেলায় রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের মাধ্যমে আত্রাই নদীর বালুমহাল ইজারা প্রদান করা হয়েছে। ২২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী এ দখল হস্তান্তর করা হয়।
বালুমহালটি ইজারা গ্রহণ করেন ধামইরহাট উপজেলার উদয়শ্রী গ্রামের মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী। তার পক্ষে দখল বুঝে নেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. রুহুল আমিন।
ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলক কুমার মুকুট মনি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বালুমহালের দখল হস্তান্তর করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৪৩২ সনের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে মো. আখরাজুল ইসলাম চৌধুরীকে বালুমহালটি ভ্যাট ও ইনকাম ট্যাক্সসহ সর্বমোট ৩ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৬৮২ টাকায় ইজারা প্রদান করা হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই ইজারার আদেশ প্রদান করেন।
বালুমহাল দখল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী অফিসার মিনহাজুল ইসলাম ও মো. ইউসুফ আলী।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং শ্রমিকনেতা মেহেদী হাসান।
স্থানীয়ভাবে এই ইজারা প্রক্রিয়াকে স্বচ্ছতা ও রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এতে করে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি নিয়মিত তদারকির মাধ্যমে পরিবেশ ও নদী ব্যবস্থাপনাও নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।