প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০:৩৩
ঘূর্ণিঝড় প্রস্তুতিমুলক কর্মসূচি (সিপিপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এর অর্থায়নে ২দিন ব্যাপি সিপিপির স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মহিপুর থানা শাখার উদ্যোগে শনিবার সকাল ৯টায় মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলু গাজী।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিপিপি টিমলিডার মোতালেব হাওলাদার, উপজেলা সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান, মহিপুর ইউনিয়ন সিপিপি টিম লিডার ও প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, ১ নং ইউনিট টিম লিডার মহিপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি মনিরুল ইসলাম, প্রশিক্ষক শহিদুল ইসলাম,১ ও ৪ নং স্বেচ্ছাসেবকগণ।