প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২১:২২
নাটোরের বড়াইগ্রামে তিনটি বেকারি কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভুয়া সিএম লাইসেন্স প্রদর্শনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১ এপ্রিল (সোমবার) বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।