প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:৫৪
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। চলমান সংঘাতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৫০ জনে, যা মানবিক বিপর্যয়ের ভয়াবহ চিত্র তুলে ধরছে।