প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২১:৪২
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলার ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত যুবকের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধ অপর যুবক রাকিব মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে এবং বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।