প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৩
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পিরোজপুরে শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। প্রার্থী ও জনপ্রতিনিধিরা গ্রহন করছেন নিজস্ব কর্ম পরিকল্পনা। শুরু হয়ে গেছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। তবে এবারের ঘটছে ভিন্ন কান্ড। প্রধানমন্ত্রীর কাছে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মহিউদ্দিন মহারাজকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য সমর্থন দিয়ে অনুরোধ জানিয়েছেন ভোটাররা। যা নিয়ে জেলাজুড়ে চলছে ব্যাপক আলোচনা।
গত মেয়াদে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দ্বায়িত্ব পালন করছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। তিনি এখন প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত বর্তমান পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে আছেন। তিনি রাজনৈতিক অঙ্গনে যেমন দলের হয়ে সাংগঠনিক কার্যক্রম যথাযথ পালন করেছেন তেমনি জেলা পরিষদ আধুনিকায়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।
এজন্য এবারে যাতে মহিউদ্দিন মহারাজকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয় সে মর্মে এবং তাকে ভোট প্রদানের সদিচ্ছা পোষণ করে পিরোজপুর জেলা পরিষদের ৭৪৭ জন ভোটারের মধ্যে ৭০৪ জন ভোটার সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়নের ১২০ জন ভোটারের শতভাগ ভোটার স্বাক্ষর করে সমর্থন দিয়েছেন। জেলার নেছারাবাদের (স্বরূপকাঠি) ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪০ জন সমর্থন দিয়ে স্বাক্ষর করেছেন।
পিরোজপুর সদরের ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১০৭ জন ভোটারের মধ্যে ৭৯ সমর্থন দিয়েছেন। ভান্ডারিয়া উপজেলার ১ টি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের ৯২ জনের ভোটারের মধ্যে সবাই স্বাক্ষর করেছেন। জেলার কাউখালী ৫ টি ইউনিয়নের ৬৮ জন ভোটারের মধ্যে ৬৮ জনই স্বাক্ষর করেছেন। জেলার ইন্দুরকানীর ৫ টি ইউনিয়নের ৬৮ জনের সবাই স্বাক্ষর করে সমর্থন দিয়েছেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়নে ১৪৬ জনের মধ্যে ১৩৭ জন ভোটার সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন। এছাড়াও মঠবাড়িয়া পৌরসভা থাকলেও বর্তমানে সর্বশেষ সংশোধিত আইন অনুযায়ী সরকার কতৃক পৌর পরিষদ বিলুপ্ত হওয়ায় ভোটার সংখ্যা বিবেচনায় আসেনি। স্বাক্ষরকৃত তালিকা অনুযায়ী শতকরা ৯৪ শতাংশ ভোটার এই সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন।
ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে বিগত দিনে বিশেষ ভূমিকা রেখেছেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক। এই ধারাবাহিকতা রক্ষায় মোঃ মহিউদ্দিন মহারাজ কে 'বাংলাদেশ আওয়ামী লীগ' থেকে দলীয় মনোনয়ন দিতে সবিনয় অনুরোধ জানিয়ে এবং আমরা জনপ্রতিনিধিগণ ভোট প্রদানের সদিচ্ছা পোষণ করে স্বাক্ষর দিয়েছি।
এ বিষয়ে মহিউদ্দিন মহারাজ বলেন, আমি হাইকমান্ডের সিদ্ধান্তে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি। সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। বর্তমানে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্বে আছি। এবার ভোটাররা স্বাক্ষর করে আমাকেই সমর্থন জানিয়েছেন। আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ১৭ অক্টোবর ইভিএমে হবে ভোটগ্রহণ। এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। এবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরিবর্তন এসেছে। বিগত নির্বাচনে ১৫ সদস্য নির্বাচিত হলেও এবার সাধারণ সদস্য পদে ৯ ও সংরক্ষিত সদস্য পদে তিনজন মিলিয়ে মোট ১২টি পদে নির্বাচন হবে।