প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১২:৩৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষের পর বুধবার সকাল থেকে পটিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে থানার মূল ফটকের সামনে তারা অবস্থান নেন এবং হামলার বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের একাংশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে দুই পাশে যানজট সৃষ্টি হয়, জনদুর্ভোগ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানা চত্বরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিরাপত্তার কারণে হেফাজতে রাখে। বৈছাআর পক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশের হামলায় তাদের একাধিক কর্মী আহত হয়েছে।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানায় হামলার সময় তিন পুলিশ সদস্য আহত হন এবং থানার নিরাপত্তা বিঘ্নিত হয়। তবে এসব অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুন নূরের বক্তব্য পাওয়া যায়নি, তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।