প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১১:৫৭
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপিপ্রার্থী হিসেবে আখতার হোসেনকে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক পথসভা থেকে এই ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের হাত ধরেই পীরগাছা-কাউনিয়া এলাকার জনগণ উন্নয়ন ও অগ্রগতির মূল স্রোতে ফিরে আসবে। একইসঙ্গে নতুন রাজনৈতিক ধারা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে এই প্রার্থী।
পথসভায় বক্তৃতাকালে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আখতার হোসেন একজন যোগ্য প্রতিনিধি। তিনি বলেন, বিচারের সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ে আখতার হোসেন অগ্রণী ভূমিকা পালন করবেন। তিনি উপস্থিত জনতার কাছে আখতার হোসেনের প্রতি অবিচল সমর্থনের প্রতিশ্রুতি চান এবং তার হাত উঁচিয়ে ধরে বলেন, এই হাত ছেড়ে দেবেন না।
তিনি আখতার হোসেনের রাজনৈতিক অতীত স্মরণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি, একাধিকবার কারাবরণ করেছেন। জাতির মুক্তি সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা রয়েছে তার মধ্যে। এমন একজন সংগ্রামী নেতাকে এলাকার গর্ব বলে উল্লেখ করেন তিনি।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তারা সবাই আখতার হোসেনকে রংপুর-৪ আসনের জন্য সবচেয়ে যোগ্য ও উপযুক্ত প্রার্থী বলে মন্তব্য করেন।
স্থানীয় জনগণের অংশগ্রহণে পথসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনেকেই আখতার হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদান তুলে ধরেন এবং তাকে সমর্থনের ঘোষণা দেন।
এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে রংপুর-৪ আসনে নির্বাচনপূর্ব রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনসিপির এই সক্রিয় তৎপরতা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
সামনের দিনগুলোতে আখতার হোসেনের নেতৃত্বে পীরগাছা-কাউনিয়া এলাকায় নির্বাচনী প্রচারণা আরও জোরদার হবে বলে আশা করছেন এনসিপি নেতারা।
মেটা কীওয়ার্ডস (এক লাইনে): হ্যাশট্যাগস (এক লাইনে): #আখতারহোসেন #রংপুর৪ #পীরগাছাকাউনিয়া #জাতীয়নাগরিকপার্টি #ইনিউজ৭১ #enews71