প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১২:২০
বিএনপির নেতৃত্বাধীন বিরোধী রাজনীতিকে কোণঠাসা করে রাখার জন্য একটি মহল সচেতনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকায় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি দাবি করেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য "সুচতুর কৌশলে" একটি পক্ষ সক্রিয়ভাবে মাঠে কাজ করছে, এমনকি প্রয়োজনে দেশ বিক্রি করতেও তারা দ্বিধা করবে না।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন খালেদা জিয়া।
মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনোই বলছে না যেকোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়, বরং দলটি জনগণের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত। গত প্রায় দুই দশক ধরে বিএনপির এই দাবিকে সামনে রেখে আন্দোলন-সংগ্রাম চলছে, যাতে অনেক নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন এবং অনেকে দমন-পীড়নের শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করেন, যারা বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ না মেনে শত্রু ভাবছে, তাদেরই ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে নানা বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে দলটি গণতান্ত্রিক ধারার মধ্যে থেকেই রাজনৈতিক পরিবর্তনের জন্য লড়াই চালিয়ে যাবে।
আলোচনায় মির্জা আব্বাস রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয়। শুধু ব্যক্তি বা দলের স্বার্থে ঐক্যকে কাজে লাগালে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জাতীয় স্বার্থ উপেক্ষিত থেকে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তারা সবাই রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করে একটি সমান সুযোগের পরিবেশ তৈরির আহ্বান জানান।
আলোচনাসভায় অংশ নেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা এবং জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উপস্থিত নেতারা সবাই ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন।