প্রকাশ: ২ জুলাই ২০২৫, ১১:৪২
টেস্ট সিরিজে বাজেভাবে পরাজয়ের পর নতুন উদ্দীপনা নিয়ে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকা দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে দল গঠন নিয়ে চলছে নানা আলোচনা। তরুণদের উপর আস্থা রেখে ভবিষ্যতের জন্য দল গড়ে তোলার পরিকল্পনা নিয়েই মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
টপ অর্ডারে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসকে। লিটন টেস্টে নিজের ফর্মে ফেরায় কোচ ফিল সিমন্স তার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। তিনে খেলবেন সদ্য ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত। চার নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলবেন তরুণ তাওহীদ হৃদয়, যিনি ইতিমধ্যেই নিজেকে ওয়ানডেতে প্রমাণ করেছেন।
মধ্য ক্রমে অভিজ্ঞতা ও গতিশীলতা যোগ করবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মাঠে দেখা যেতে পারে জাকের আলীকে, যিনি মাহমুদউল্লাহর ফিনিশার ভূমিকায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট এখন এক নতুন যুগে প্রবেশ করছে যেখানে পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামার অভিজ্ঞতা নতুন হলেও ভবিষ্যতের পথরেখা তৈরি করছে আজকের একাদশ। তরুণদের নিয়ে গড়া এই দলটি কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিতে পারে সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ দলের জন্য এই সিরিজ শুধুমাত্র একটি আন্তর্জাতিক সিরিজ নয়, বরং নিজেদের প্রমাণ করার এবং ভবিষ্যতের মূল দল গঠনের গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই প্রতিটি ম্যাচে একাদশের পারফরম্যান্স নিঃসন্দেহে নির্বাচকদের নজরে থাকবে।
প্রেমাদাসার মাঠে আজকের লড়াইয়ে মিরাজ বাহিনী শুধু সিরিজ জয়ের লক্ষ্যে নয়, বরং হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মিশন নিয়েই মাঠে নামবে। এই নতুন রূপের বাংলাদেশ দল কতটা পারফর্ম করতে পারে তা জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।