প্রকাশ: ২ মার্চ ২০২২, ২:৪২
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দেবীদ্বারে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১০টায় বর্ণাঢ্য একটি র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার'র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন'র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।