প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫১
বিদেশে পালিয়ে থাকা দুর্নীতিবাজ এবং খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি পলাতক সাবেক ও বর্তমান এমপি-মন্ত্রীদেরও আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, যারা রাষ্ট্রের অর্থ লোপাট ও গুরুতর অপরাধ করে বিদেশে আত্মগোপন করেছে, তাদের ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। এতে দেশের জনগণের আস্থা পুনরুদ্ধার হবে এবং দুর্নীতিবিরোধী অবস্থান আরও শক্তিশালী হবে।