প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৫০
ঝিনাইদহের কাশিপুর গ্রামের বাসিন্দা আরশাদ আলী, দুই চোখের অন্ধত্ব সত্ত্বেও, জীবনযুদ্ধে হার মানেননি। গুটি বসন্তের কারণে মাত্র ছয় বছর বয়সে চোখের আলো হারিয়ে তিনি অন্ধ হয়ে যান। তবে, শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনযাত্রায় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মনোবল দিয়ে তিনি সংসারের সকল কাজ নিজেই পরিচালনা করছেন। তিনি প্রতিদিন গবাদি পশুর জন্য ঘাস কাটেন, বাজার সদাই করেন, সংসারের অন্যান্য কাজকর্মও সম্পন্ন করেন। এই সমস্ত কাজগুলো তিনি একা, সম্পূর্ণভাবে নিজ উদ্যোগে এবং শুধুমাত্র অনুভূতির মাধ্যমে করেন।