প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৫৫
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষক কামাল শেখ (২৫) ওই গ্রামের সাইদ শেখের ছেলে ছিলেন। কামাল কৃষক হিসেবে কাজ করতেন এবং পরিবারসহ সারা দিন মাঠে কাজ করতেন। এই দুর্ঘটনা তার পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে।