প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫২
নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের সাত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন— জাফর, আবুল, রাসেল, সোহাগ, তপন, উজ্জল এবং শাহ আলম। এরা সবাই স্থানীয় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী এখনো গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।
ওসি আরও জানান, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী সম্প্রতি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। সেখানে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পেইজ ও গ্রুপ খুলে ফতুল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন।
তার সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় সোমবার সকালে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে পুলিশ তথ্য পায়। এরপর অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করে মীর সোহেল আলীর পরিচালিত পেইজ ও গ্রুপের সঙ্গে তাদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।