প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ৩:১৪
নওগাঁর বদলগাছীতে আগাম মৌসুমে উৎপাদিত আলু নিয়ে উপজেলার কৃষকরা বিপাকে পড়েছেন। আগাম আলু চাষ করে ন্যায্যমূল্য না পাওয়ায় চরমভাবে হতাশায় পড়েছে কৃষকরা।
বাজারে বিদেশী জাতের এক কেজি আলুর দাম ৮ টাকা আর এক মণ আলুর দাম ৩২০ টাকা। দেশি জাতের আলু ৪৫০ টাকা মণ বিক্রি হচ্ছে। অপর দিকে এক কেজি গরুর মাংসের দাম ৫০০টাকা। এক মণ আলুর দামেও মিলছে না এক কেজি মাংস। দেড় মণ আলুর দাম ৪৮০ টাকা থেকে ৫০০টাকা। বাজারে এক কেজি গরুর মাংস কিনতে গেলে বর্তমান সময়ে কৃষকের দেড় মণ আলু বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ দেড় মণ আলুর দামে এক কেজি গরুর মাংস।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আলুর মৌসুমে এই উপজেলায় ৮টি ইউনিয়নে ২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় এই আগাম চাষকৃত আলু নিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। দাম কম থাকার কারণে আলু বিক্রি করে কৃষকদের প্রয়োজনীয় চাহিদা মিটছে না। তাই কৃষকরা আলু দাম বাড়ানোর দাবি জানিয়েছেন।
উপজেলার কোলা গ্রামের মাহবুব হোসেন বলেন, গত মঙ্গলবার স্থানীয় কোলা বাজারে গিয়ে ৩২০টাকা দরে আলু বিক্রি করেছি। বাড়িতে মেহমান থাকায় গরুর মাংস কিনতে হয়েছে ৫০০ টাকা কেজি দরে। এখন ১ মণ আলু বিক্রি করেও ১ কেজি গরুর মাংস কেনা যাচ্ছে না।
তরুণ উদ্যোক্তা পিপলু বলেন, শস্যভাণ্ডার খাত উপজেলা বদলগাছী। এই উপজেলায় প্রচুর পরিমাণ আলুর উৎপাদন করে স্থানীয় কৃষকরা। বর্তমান বাজারে আলু যে দাম তা নিয়ে কৃষকরা খুশি নয়। আলু বিক্রি করে উৎপাদন খরচ তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।