প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ২০:২০
দিনাজপুররে হিলি স্থলবন্দরে প্রসেনজিৎ (২৯) নামের এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিনি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাফানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।রবিবার (৩ অক্টোবর) সকাল ৭ঃ৩০ মিনিটে হিলি বন্দর অভ্যন্তরইে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসনে প্রতাপ মল্লিক।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসনে প্রতাপ মল্লিক জানান, প্রসেনজিৎ নামের এক ভারতীয় ট্রাক চালক গত বৃহস্পতিবার ভারত থেকে রাইচ ব্রান্ড নিয়ে হিলি স্থলবন্দরে আসে। শনিবার বিকালে বন্দর অভ্যন্তরে সে অসুস্থ হয়ে পড়ে।পরে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এসময় তার শারিরীক অবস্থার একটু উন্নতী হলে ভারতে পাঠানোর পরার্মশ দেয় চিকিৎসকরা। হাসপাতালের ছাড়পত্র নিয়ে রববিার সকালে তাকে ভারতে পাঠানোর আগেই বন্দর অভ্যন্তরেই তিনি মারা যান।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাসার শামীম জানান, হিলি বন্দরে একজন ভারতীয় ট্রাক ড্রাইভার মারা গেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়না তদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।