প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ২০:৫৮
টাঙ্গাইলে মধুপুর থেকে শনিবার (১৪ আগস্ট) ভোরে অপরিশোধিত কাঁচা ১৪০০ কেজি রাবার সহ ০১টি কভার ভ্যান জব্দ করে টাঙ্গাইল র্যাব-১২।র্যাব জানায়, শনিবার (১৪ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ভাবনীটেকি এলাকায় মধুপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত কাঁচা রাবার-১৪০০ কেজি (যার মূল্য আনুমানিক ২,৮০,০০০/-) উদ্ধার সহ ০১টি কভার ভ্যান জব্দ করা হয়।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা ২/৩ জন আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাত নামা ২/৩ জন পলাতক আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।