প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ২২:২২
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা বক্তারপুর এলাকায় সোমবার রাতে রাস্তার পাশে জঙ্গলের থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর এলাকায় সোমবার রাতে সমহার কারখানার পূর্ব পাশে অজ্ঞাত একটি মাইক্রোবাস থেকে ওই যুবকের লাশটি ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে কালিয়াকৈর থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হাত বাঁধা অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে। কালিয়াকৈর থানা (তদন্ত )ওসি আবুল বাশার জানান, উপজেলার বক্তারপুর এলাকা থেকে হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় ।