সবজির পাশাপাশি মাছের বাজারেও লাফিয়ে বেড়েছে দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছ কেজিপ্রতি ৫০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কাঁচকি মাছের দাম গত সপ্তাহে ছিল ৫০০ টাকা, এখন ৬০০ টাকা। চাপিলা মাছ ৪৫০-৫০০ টাকা, পোয়া মাছ ৫৫০-৭০০ টাকা, শিং-মাগুর ৫০০-৬০০ টাকা কেজি। বড় মাছের মধ্যে রুই বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকা, কাতল ৪০০-৪৮০ টাকা, কালিবাউশ ৪০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-২৮০ টাকা, চাষের পাঙাশ ২৫০ টাকা, নদীর পাঙাশ ৮০০-১,০০০ টাকা এবং বোয়াল ৮০০-১,২০০ টাকা কেজি। ইলিশ মাছের দামও আগের তুলনায় বেড়েছে। এক কেজির নিচে মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ টাকা, ছোট সাইজের ইলিশ ১,২০০-১,৬০০ টাকা এবং বড় সাইজের ইলিশ ২,০০০-২,৫০০ টাকা পর্যন্ত। মাছ কিনতে আসা রিপন মিয়া বলেন, মাছ ও সবজির দাম দুটোই দ্বিগুণ হয়ে গেছে। কী রেখে কী কিনবো, সেটা বুঝতে পারছি না।