দিনাজপুরে অস্ত্রবিরোধী অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৭ আগস্ট) ভোরে জেলা সদরের কমলপুর ইউনিয়নের বড়গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর পৌনে ৫টার দিকে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক আব্দুল জব্বারের ছেলে মুরসালিনের বসতবাড়ির শয়নকক্ষে তালাবদ্ধ একটি ট্রাংক থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও লোড করা অবস্থায় পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে অস্ত্র রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মোসলেম (৩৫) এবং তার সহোদর মুরসালিন বাবু (২৮)। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্রের মালিকানা এবং ব্যবহার সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে।
এ ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা আশা করছেন র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।