প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ২২:৩৩
গাজীপুরের কালিয়াকৈরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার আয়োজনে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে তিন শতাধিক কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আলো,পিয়াজ ও তেল। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার এডিশনাল এসপি গোলাম রাব্বানী, ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার, ওসি (অপারেশন) পারভেজ আহমেদ, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীম আল রাজী রাজীব প্রমূখ।