https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সোনালী ব্যাংক ঘাটাইল শাখার আধুনিকায়নের উদ্বোধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২১, ১৯:৫৩

শেয়ার করুনঃ
সোনালী ব্যাংক ঘাটাইল শাখার আধুনিকায়নের উদ্বোধন

সোনালী ব্যাংক টাঙ্গাইলের ঘাটাইল শাখাকে আধুনিকায়নের উদ্বোধন করা হয়েছে। আজ ৩০মে রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল  সভায় অংশ নিয়ে এর উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক মোঃ মোফাজ্জল হোসন।

গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের নিমিত্তে ঘাটাইল শাখাকে আধুনিকায়ন  উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায়  বিশেষ অতিথি ছিলেন  সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান খান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল মান্নন, মোঃ মোর্শেদুল কবীর ও মোঃ ইদ্রিস আলী।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সভায় ঘাটাইল শাখা কার্যালয় প্রান্তে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মজিদ। টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ আমিনুর রহমান খান, ঘাটাইল শাখার মহাব্যবস্থাপক  মোঃ খোরশেদ আলম, কাজী মাহমুদ হাসান জাহান ও ব্যাংকের গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান আলী। এ সভায় স্থানীয় সাংবাদিক ও ব্যাংকার ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসলামী ব্যাংক একীভূত করে গড়ে তোলা হবে দুটি বড় ব্যাংক

ইসলামী ব্যাংক একীভূত করে গড়ে তোলা হবে দুটি বড় ব্যাংক

দেশের ইসলামী ব্যাংকগুলোর জন্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, দেশে ছোট ছোট ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামী ব্যাংকগুলোকে নতুন রূপ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এসব ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য আলাদা আইন ও নিয়ম চালুর কথাও বলেন গভর্নর। বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ

রেমিট্যান্স আয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ, রিজার্ভও বেড়েছে

রেমিট্যান্স আয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ, রিজার্ভও বেড়েছে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একক মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪ সালের মার্চ মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২৯ কোটি মার্কিন ডলার। যা দেশের অর্থনীতির জন্য এক নতুন মাইলফলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।   রেমিট্যান্সের এই রেকর্ড প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে ২৫

সয়াবিন তেলে ১৮ টাকা দাম বাড়ার প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার

সয়াবিন তেলে ১৮ টাকা দাম বাড়ার প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার

ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। বাংলাদেশ ভেজিটেবিল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠায়। রোববার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মঙ্গলবার আরেকটি বৈঠকের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, যেদিন থেকে কার্যকর

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, যেদিন থেকে কার্যকর

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তন সত্ত্বেও সরকারের পক্ষ থেকে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম একই থাকবে। এতে বলা হয়, বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য

রিজার্ভে সুখবর, ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

রিজার্ভে সুখবর, ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর এবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক। মাস শেষ হওয়ার আগেই মোট রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।   বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।   আন্তর্জাতিক মুদ্রা তহবিল