প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১৯:৫৫
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ছোট চৌহালী থেকে চালুহারা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙনের ভয়াবহতা দিনদিন বেড়েই চলেছে। নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভাঙন আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।