প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ২০:৫
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত একটি পথসভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সীমান্তে আর বাহাদুরি সহ্য করা হবে না, বিএসএফ যদি আন্তর্জাতিক আইন ভেঙে আগ্রাসন চালায়, তাহলে এনসিপি লংমার্চের ডাক দেবে এবং নিজেদের সীমান্ত রক্ষার দায়িত্ব নিজেরাই নেবে। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে শুরু হওয়া ‘জুলাই পদযাত্রা’ শেষে সরকারি কলেজের সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সীমান্তে যে সাহসিকতা প্রদর্শনের নামে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা আর মেনে নেওয়া হবে না। আমাদের ভাইদের ওপর কোনো হামলা হলে আমরা নিশ্চুপ থাকব না। তিনি সরকারের প্রতি সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পদযাত্রায় শহরের বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা।
নাহিদ ইসলাম বলেন, আমরা এসেছি জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নে আমরা এগিয়ে যেতে চাই। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এনসিপি একটি নতুন রাজনীতির ধারা নিয়ে সামনে এসেছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ নানা উন্নয়ন থেকে বঞ্চিত।
তিনি অভিযোগ করেন, আমের রাজধানী হিসেবে পরিচিত এই জেলায় বিগত সরকারগুলো কখনো কৃষিনির্ভর উন্নয়নের কথা ভাবেনি। এখানকার মানুষ কর্মসংস্থানের অভাবে প্রান্তিক অবস্থানে আছে, যা পরিবর্তন জরুরি। তিনি বলেন, এনসিপি জনগণের কণ্ঠস্বরকে রাজনীতিতে রূপান্তর করতে চায় এবং তরুণদের নেতৃত্বে এগিয়ে যেতে চায়।
পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, তারা শুধু বক্তব্য দিতে আসেনি, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-কষ্ট শোনার জন্য পথে নেমেছে। এনসিপির রাজনৈতিক আদর্শ হচ্ছে শোষণ ও দুর্নীতিমুক্ত একটি নতুন রাষ্ট্রের স্বপ্ন।
জেলা নেতারা জানান, প্রতিটি ঘরে পৌঁছাতে চায় এনসিপি এবং এই পদযাত্রার মধ্য দিয়ে শহীদ পরিবার ও আহতদের পরিবারের সঙ্গে সংযোগ তৈরি করেছে তারা। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনের নতুন রাজনীতির সূচনা হবে এই কর্মসূচির মধ্য দিয়ে।
জনসাধারণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পদযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে দলীয় নেতাদের সঙ্গে নানা শ্রেণি-পেশার মানুষ কুশল বিনিময় করেন এবং আগামী দিনের প্রত্যাশা নিয়ে আলাপ করেন।