প্রকাশ: ৭ মার্চ ২০২১, ১৮:১
ঐতিহাসিক ৭ ই মার্চ পালন উপলক্ষ্যে আলোচনা সভা,বঙ্গবন্ধুর ভাষণ ও দেশের গান প্রচার এবং আনন্দ উদযাপন করেছে উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ।
৭ই মার্চ বিকেল ৪ টায় হাইওয়ে পুলিশ ফাঁড়ীর নবাগত ইনচার্জ মোঃ আব্দুস সামাদ বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এতে বক্তব্য রাখেন এসআই শরীফুল ইসলাম,এএসআই জামাল উদ্দিন,এএসআই মতিউর রহমান, উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম. গফুর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ছৈয়দ হোছাইন,উখিয়া টমটম শ্রমিক সমিতির সভাপতি ছলিম উল্লাহ বাহাদুর,প্রঃসেলিম,কুতুপালং ডাম্প ট্রাক মালিক-শ্রমিক সভাপতি নুর মোহাম্মদ বলি,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,মোঃ হোছাইন,ছৈয়দ হোছাইন ছদু,কামাল,ইউনুস,রফিক প্রমুখ সহ হাইওয়ে পুলিশ ফাঁড়ীতে কর্মরত সকল পুলিশ,পরিবহন মালিক-শ্রমিক নেতাকর্মীরা।আলোচনা সভা শেষে উপস্থিত সকলের জন্য বিশেষ ভোজনের ব্যবস্থা করা হয়।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে পূর্ণতা পায় যেন,সকল কে মিলেমিশে কাজ করার আহবান জানানো হয়।আলোচনায় বাংলাদেশে ইতিহাস ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভুমিকার উপর ব্যাপক আলোকপাত করা হয়।