প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৮:২৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্দেশ্যে তৃতীয় দিনের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া ও কলাবাগান এলাকায় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়।