কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ কর্মবিরতি কর্মসূচি শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মো. ওয়াদুদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ তাঁদের দীর্ঘদিনের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মবিরতি পালন করছেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য দাবি বাস্তবায়ন।
স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা ইপিআই কার্যক্রম, আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কর্মসূচি বর্জন করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।