বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মহিষখোলা আলিম মাদ্রাসার তিনজন শিক্ষার্থীরকে এক বখাটে মোটরসাইকেল চালিয়ে চাপা দেয়ার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার(০৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহিষখোলা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার সামনের সড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করেছেন তারা।
অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রদানের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেছেন হরিনাথপুর ইউনিয়নের বিএনপি নেতা আব্দুস সাত্তার মাঝি, মাদ্রাসার অভিভাবক সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া সহ স্থানীয় ব্যাক্তিরা।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম বক্তব্যে বলেন, ঘাতক মোটরসাইকেল চালক আরাফাত একজন বখাটে প্রকৃতির ছেলে। আমার মাদ্রাসার অষ্টম শ্রেণীর তিন শিক্ষার্থী; উম্মে হানি আনিকা, তানহা আক্তার মিতু ও মিরজানা আক্তার সেফা শনিবার সকাল সাতটায় সময় প্রাইভেট পড়তে যাওয়ার সময় ঘাতক মোটরসাইকেল চালক আরাফাত তাদের তিনজনকে চাপা দিয়ে আহত করে। এসময় মোটরসাইকেলে বখাটে সহ আরো দুইজন আরোহী ছিলো। আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীদের মধ্যে তানহা এবং আনিকার বাবা নেই। শেফার বাবা পঙ্গু। চিকিৎসা সেবার খরচ বহন করার মতো আর্থিক সচ্ছলতা নেই এই পরিবারের সদস্যদের। প্রশাসনের কাছে আমাদের সকলের দাবি অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।
পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যয়ভার তাকেই বহন করতে হবে, নয়তো আমাদের আন্দোলন আরো কঠোর হবে।আমরা চাই না বখাটের কারণে আর কোনো শিক্ষার্থীর জীবনে এমন অন্ধকার নেমে আসুক।