প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১:৫৮
বীজতলা তৈরির দরকার হয়না। ভয় নেই গরু ছাগলের। বাড়তি ঝামেলা হয় না ঝর-বৃষ্টিতে। চারা রোপনে খরচও কম। সময়ও লাগে অল্প। বলছি জমিতে ধানের চারা রোপনের যন্ত্র 'রাইস ট্রান্সপ্লান্টের' কথা। আর এ সকল কারণে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ধানের চারা রোপনে এ যন্ত্রের দিকে ঝুঁকছেন কৃষকরা। তাঁরা বলছেন এ পদ্ধতিতে চাষাবাদ করলে লোকসান আর গুনতে হবে না। বরং কৃষি চাষাবাদে দেখা যাবে লাভের মুখ।
উপজেলার বেড়তলা গ্রামের কৃষক মো. সিদ্দিক মিয়া বলেন, প্রথমবারের মতো এমন পদ্ধতিতে ধানের বীজ তলা করেছে।।উপজেলা কৃষি অফিসারের তত্বাবধানে এবং উপ- সহকারী কৃষি কর্মর্কতার সার্বিক সহযোগিতায় ট্রে-তে বীজ বপন ও চারা উৎপাদন এবং চারা রোপণ কার্ষক্রম চলছে। সমলয় পদ্ধতিতে এক সঙ্গে চারা রোপণ করায় ধান পাকবেও একই সময়ে।
ফলে ধান কর্তন ও মাড়াই একই সময় করা হবে। এছাড়াও সমলয় চাষাবাদ পদ্ধতিতে টেকসই করার লক্ষ্যে প্রতি উপজেলায় প্রশিক্ষিত দক্ষ আধুনিক কৃষি যন্ত্র চালক গ্রুপ তৈরি হবে।যারা স্থানীয়ভাবে যন্ত্র চালনা ওমেরামত কাজে সহায়তা করবে, ফলে উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরাম হোসেন বলেন, সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে ট্রে-তে বীজ বপন কম বয়সের চারা রোপণে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার সুষম স্যার ব্যবহারে ধান কাটার কম্বাইন্ড হার ভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো। উৎপাদন খরচ কমানো ও কৃষি যন্ত্রিকী করণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় শ্রমিকের সংকটের সমাধানে সমলয় চাষাবাদ উজ্জল দৃষ্টান্ত হবে।