৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ ০৮:১৭ অপরাহ্ন
৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষক

বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির আশঙ্কায় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকের জন্য ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।


এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। এর মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকরা।


এই তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ঋণ বিতরণ করবে। ক্ষুদ্র, প্রান্তিক, বর্গা চাষি, ধান, শাকসবজি, ফুল ও ফল চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে কৃষকরা।


এ ছাড়া ঋণ পরিশোধে একজন কৃষক তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাস সময় পাবেন। এই তহবিলের ঋণ কোনোভাবেই গ্রাহকের পুরোনো ঋণের সমন্বয় করতে পারবে না।