হিজলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই নভেম্বর ২০২২ ০৫:১৭ অপরাহ্ন
হিজলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ

বরিশালের হিজলা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উন্নয়ন সহায়তার (ভর্তুকি ) আওতায় কৃষি যন্ত্র পাওয়ার থ্রেসার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি। 


এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন হাওলাদার।


উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি প্রতিবেদককে জানান, কৃষকগণ এ কৃষি যন্ত্রটি সরকারি ভর্তুকি সুবিধার আওতায় অর্ধেক মূল্যে ক্রয় করতে পেরেছে। এটি দ্বারা দ্রুত সময়ের মধ্যে ধান এবং সয়াবিন মাড়াই করা যাবে। হিজলায় ১২ জন কৃষকের মাঝে ১২ টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে।


এরমধ্যে গুয়াবাড়িয়া ইউনিয়নে ৩ জন- সানাউল্লাহ , রুহুল আমীন , আঃ করিম মাল। মেমানিয়া ইউনিয়নে ৫ জন- মোঃ  জাহাঙ্গীর , আল আমীন, হাবিব মাতুব্বর, মাহাবুব, ইব্রাহিম। হিজলা গৌরব্দি ইউনিয়নে ৪ জন- আঃ মালেক, আক্তার হোসেন , হারুন অর রশিদ, ইউসুফ সরদার।